সুরশ্রী রায় চৌধুরী : দ্বিতীয় দফা (2nd Phase) শেষ। সামনেই তৃতীয় দফার প্রস্তুতি শুরু হতেই রাজ্যের একাধিক জায়গা থেকে আসছে রাজনৈতিক সংঘর্ষের খবর। বৃহস্পতিবার রাতে কামারহাটির ২৬ নম্বর ওয়ার্ডের ফেস্টুন ও পতাকা লাগানোকে কেন্দ্র করেই দুই দলের মধ্যে প্রথমে বচসা তৈরি। বচসা থেকে হাতাহাতি ও পরে সংঘর্ষের চেহারা নেয়। বিজেপির অভিযোগ রড ও লাঠি নিয়ে তেড়ে আসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই দাবি অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি কর্মীদের নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে। এই
পরিস্থিতি চার বিজেপি (BJP) আহত হয়েছেন বলে খবর।
রমেন দাস, সোমেন দাস সহ এলাকার বেশ কয়েকজন স্থানীয় নেতার নামও নিয়েছেন বিজেপি কর্মীরা। থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। হাসপাতালে গেলে ডুকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। তবে বিজেপির বিরুদ্ধে, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুললেও তৃণমূলের নেতা-কর্মীরা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post