নিউজ ডেস্ক: অভিষেক বোস নিবেদিত জয় বাবা লোকনাথ ফিল্ম প্রযোজিত অমিত ব্যানার্জী পরিচালিত তার প্রথম ছবি ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছে “প্রিয়া রে” ছবিতে গান করেছেন সুজিত সাহা, কোরিওগ্রাফার পীযূষ, এডিটিং করেছেন সুস্মিত মন্ডল, ডি.ও.পি সৈকত সেনগুপ্ত।এছাড়া ছবিতে মুখ্য ভূমিকাতে রয়েছেন মেঘনা হালদার, ভিভান, অনুরাধা যোশী , অভি, তমাল রায় চৌধুরী, রমেন রায় চৌধুরী,সান্ত্বনা বসু ও রাজন এবং অন্যানো শিল্পীগণ প্রমুখ।
এখানে দেখানো হয়েছে প্রিয়া (মেঘনা ) ও দীপ (ভিভান ) এরা দুজনে ছোট থেকে একসাথে বড়ো হয়েছে। বড়ো হতে হতে অজান্তে কখন প্রিয়া দীপ কে নিজের আপন করে নেয় সে নিজেই বুঝতে পারেনা। এদিকে দীপ প্রেমে পরে বিজয়িনীর (অনুরাধা )। বিজয়িনী সুযোগ কাজে লাগিয়ে দীপ কে ব্যবহার করতে শুরু করে।দীপ বিজয়িনী কে ভালোবাসে। প্রিয়া কে দীপ ভুল বুঝতে শুরু করে, প্রিয়া কি আদৌ ও তার ভালোবাসা ফিরে পাবে তার সেই মর্যাদা পাবে দীপের কাছ থেকে? পুরোটা দেখতে জানতে হলে অবশ্যই আপনাকে দেখতে আসতে হবে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে বাংলা ছবি “প্রিয়া রে” শুভমুক্তি আসন্ন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post