নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ইটানগরে বাইলোজিক্যাল পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার মেরে ফেলল এক চিড়িয়াখানা (Zoo) কর্মীকে। এমনটাই জানিয়েছেন পার্কের এক কর্তা। নাম পৌলাশ কর্মকার। বয়স ৩৫। জানা গিয়েছে, অসমের লখিমপুর জেলার বাসিন্দা পৌলাশ কর্মকার মঙ্গলবার পুকুর সাফ করার জন্য বাঘের খাচায় ঢুকেছিল। এরপরেই মৃত্যু হয় তার।
আরো পড়ুন লিভ-ইন সম্পর্ক সামাজিক ও নৈতিক ভাবে গ্রহণযোগ্য নয় !!
চিড়িয়াখানার কিউরেটর রায়া ফ্লাগো বলেন, বাঘের খাঁচার তিনটি দরজা খোলা ছিল। এই কারণেই বাঘটি পৌলাশ কর্মকারকে আক্রমণ করতে পেরেছে। ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে।
আরো পড়ুন মধ্যরাতে পরিবারের চার সদস্যের উপর এ্যাসিড হামলা,জখম দুই শিশু সহ বাবা মা
জানা গিয়েছে, বাঘটির নাম ছিপ্পি। দিবাং উপত্যকা থেকে আট মাসের বাঘটিকে আনা হয়েছিল ইটানগরের চিড়িয়াখানায়। ২০১৩ সাল থেকে বাঘটি এখানেই রয়েছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post