নিউজ ডেস্ক : কোচবিহারের দিনহাটা ১ নং ব্লকের নিগমনগর এলাকায় কথা, সুর, তাল ও ছন্দের উদ্যোগে মহাসমারোহে পালিত হলো বসন্ত উৎসব। বসন্ত উৎসবে মেতে উঠেছিল গোটা এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষ । এদিন এলাকার বাসিন্দা তথা কথা, সুর, তাল ও ছন্দের সুজাতা চক্রবর্তীর বাড়িতেই এই বছর বসন্ত উৎসব পালিত হয়। এলাকার সকল মানুষদের নিয়ে এই উৎসব যেন সম্প্রীতির বন্ধন উৎসবে পরিণত হয়েছে বলে অনেকেই জানান।
আজকের এই অনুষ্ঠানে এলাকার কচিকাঁচা সহ অনেকেই অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে রং খেলায় মেতে ওঠে অনুষ্ঠানে উপস্থিত কথা, সুর, তাল ও ছন্দের সকল সদস্য সদস্য সহ এলাকার সংস্কৃতি প্রিয় মানুষ।
Discussion about this post