নিউজ ডেস্ক : গতকাল বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে দিনহাটা।
আর এই দিনহাটা কান্ডের জেরে কোচবিহার জেলার পুলিশ সুপার কে কান্ননকে বদলি করল নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে জানা যায়, কোচবিহার জেলার পুলিশ সুপার কে কান্ননকে বদলি করা হয়। তার জায়গায় নতুন জেলা পুলিশ সুপার হিসাবে নিযুক্ত হবেন আইপিএস অফিসার দেবাশিষ ধর।
গতকালই শিলিগুড়িতে নির্বাচন কমিশনার এসে একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই দিনহাটা কান্ডের কথা উঠে আসে। তারপরই নির্বাচন কমিশনের পুলিশ অবজারভার বিবেক দুবে কোচবিহারে আসার কথা জানান। কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই কোচবিহার জেলা সুপারকে বদলি করা হল বলে জানা গিয়েছে। গতকালের ঘটনা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। পুরো ঘটনার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।
দিনহাটা কান্ডের পরেই তাকে বদলি করা হল বলে রাজনৈতিক মহলের ধারণা।
Discussion about this post