সংবাদদাতা বসিরহাট : পানীয় জলের দাবিতে এলাকায় ঘন্টাখানেক রাস্তা অবরোধ।উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের পঞ্চপল্লী গ্রামের ঘটনা । ভোট আসে ভোট যায় প্রত্যেকবার প্রতিশ্রুতির বন্যা , আজ পর্যন্ত সমস্যার সমাধান হলো না এলাকাবাসীদের পানীয় জলের সমস্যা। দোরগোড়ায় ২০২১এর বিধানসভা নির্বাচন তাই আবারও একরাশ আশা নিয়ে জলের ড্রাম , কলসি , প্লাকার্ড নিয়ে রাস্তায় বসে পড়ে সাহেব খালি পঞ্চপল্লী এলাকার বাসিন্দারা । দুলদুলি হেমনগর রোডের পঞ্চপল্লী মড়ে সকাল সাড়ে আটটা থেকে প্রায় সাড়ে নটা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে জলের দাবিতে । স্লোগান দিতে থাকে জল নেই ভোট নেই জল চাই জল দাও ।
আরও পড়ুন ঃ বলিউডে পা রাখতে চলেছেন সালমানের পরিবারের সদস্য
বিক্ষোভকারীরা জানান বাম আমল থেকেই এই একই পরিস্থিতি চলছে তাই এবারও আশায় বুক বেঁধে রাস্তায় বসে পড়লেন মহিলা ও পুরুষরা জলের দাবিতে । বিক্ষোভকারীদের হাতে প্লাকার্ডে লেখা ছিল জল নেই ভোট নেই । অবশ্য হিঙ্গলগঞ্জ বিধানসভার বিদায়ী তৃণমূলের বিধায়ক দেবেশ মন্ডল জানিয়েছেন বিষয়টির উপর নজর রেখেছি অবিলম্বে এই সমস্যার সমাধান করব । এই বিষয়ে বসিরহাট বিজিপি যুব সভাপতি পলাশ সরকার জানান ১০বছর সুন্দরবন অঞ্চলে কোনো কাজ হয়নি। তীব্র জলের সমস্যায় এই সমস্ত এলাকার মানুষরা বহুদূর থেকে জল সংগ্রহ করতে যেতে হয়। আর ভোট আসলেই এদের কাছে ভোট চাইতে যায় নেতারা। আমরা একুশে ক্ষমতায় এই জলের সমস্যা আগে সমাধান করব।অবশেষে ঘন্টা খানিক পরে হেমনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ,প্রশাসনিক আশ্বাসে অবরোধ উঠে যায় ।
আরও পড়ুন ঃ ভোট আবহে দিনহাটায় বিজেপি নেতার রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post