নিউজ ডেস্ক : পঞ্চম দফার ভোটেও অশান্তির ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এদিন দেগঙ্গার কুড়লগাছায় গুলি চালানো হয়েছে। এমনই অভিযোগ উঠেছে সিআরপিএফ-এর বিরুদ্ধে। সিআরপিএফ অবশ্য দাবি করেছে যে, কোনও গুলি চলেনি। নির্বাচন কমিশন ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ২১৫ নম্বর বুথের প্রায় ৩০০ মিটার দূরে একটি আমবাগানের মধ্যে এলাকারই কয়েকজন বসে গল্প করছিলেন। তাঁদের কোনও কথা না শুনেই আচমকাই সিআরপিএফ তাঁদের ধাওয়া করে। ছুটে পালানোর সময় সেনা বাহিনী মাটিতে গুলি করে। সেখানে প্রায় চার-পাঁচ রাউন্ড শূন্য গুলি চালানো হয় বলে অভিযোগ। এমনকী পুলিশ গিয়ে তাঁদের মারধরও করেছে বলে অভিযোগ। ঘটনায় সাতজন গ্রামবাসী আহত হয়েছেন বলে খবর। এরপরই বুথের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা।
Discussion about this post