নিউজ ডেস্ক : দেশে ফের লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা সংক্রামিত হয়েছেন ৭০ হাজারের বেশি। ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯ লক্ষ ৬ হাজার ১৫২ জন।পাশাপাশি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৬৪ জনের। দেশজুড়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬ হাজার ৪৯০ জনের। আক্টিভ কেস রয়েছে ৮ লক্ষ ৯৩ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছে ৫৯ লক্ষ ৬ হাজার ৭০ জন।
Discussion about this post