তনুময় দেবনাথ: দিনহাটা ১নং ব্লকের নিগমনগর হাই স্কুলের মাঠে নিগমনগর নিগমানন্দ ফুটবল একাডেমীর পরিচালনায় স্বর্গীয় সুধীর চন্দ্র প্রধান ও রাশি যাদবের স্মৃতির উদ্দেশ্যে আজ ৮দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়।খেলায় অংশগ্রহণ করে নিগমনগর ১১স্টার, বামন হাট যুব সংঘ, খাটামারী ফুটবল একাদশ,দিনহাটা ডলফিন ফুটবল একাদশ, ভেটাগুড়ি সাউথ কর্নার,নিগমনগর ফুটবল একাদশ ও পাটাকুরা ফুটবল একাদশ। ফাইনালে ওঠে নিগমনগর ১১স্টার ও দিনহাটা ডলফিন একাডেমী। ১৫মিনিট ১৫মিনিট মোট ৩০ মিনিট ফাইনাল খেলা গোলশূন্যভাবে হওয়ায় ট্রাইবেকারে ৫-৩ গোলে দিনহাটা ডলফিন স্টার নিগমনগর কে পরাজিত করে।
আরও পড়ুন ২০২০-র মহামারীর ক্ষত দুর্গোৎসবেও, এবার হচ্ছে না গায়ক অভিজিৎ ভট্টাচার্যের দুর্গাপুজো
উক্ত খেলায় ট্রফি গুলি দান করেছেন স্বর্গীয় সুধীরচন্দ্র প্রধানের পক্ষ থেকে সুব্রত প্রধান ও অপু প্রধান। নিগমনগর নিগমানন্দ ফুটবল একাডেমির সদস্য সুব্রত প্রধান জানায় তারা প্রতিবছরই ফুটবল খেলার আয়োজন করে। এবছর করোনা আবহে খেলাগুলি খুব অল্প সময়ের জন্য হয়। এই নকআউট খেলার উদ্বোধন করেন নিগমনগর নিগমানন্দ সারস্বত আশ্রমের অধ্যক্ষ স্বামী জগদানন্দ সরস্বতী মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবল খেলোয়ার প্রতাপ নাথ ও কোচবিহার DSA এর সদস্য সাধন দাস।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post