
প্রীতম ভট্টাচার্য্য: চৈত্রের শেষে বৈশাখের শুরু, এসো হে বৈশাখ ১৪২৭ ছিলো ঘরবন্দী। ১৪২৮ কিছুটা স্বস্তি দিলেও করোনার দ্বিতীয় ধাপ আরও কঠিন পরিস্থিতি তৈরী করছে।আজ বাংলা নববর্ষে ও বিশ্ব শিল্পকলা দিবস উদযাপন কৃষ্ণনগরের একদল শিল্পীর। পরিস্থিতি মাথায় রেখে করোনা যোদ্ধাদের সন্মানে কৃষ্ণনগরের একদল তরুণ শিল্পীর অভিনব উদ্যোগ পৃথীবির সুস্থতায় মুছে যাক মহামারী।
দেওয়ালে কাগজের দুটি পাখনার এক নান্দনিক শৈলী তৈরী করে উড়ানের ডাক, সুস্থ মননে একরাশ আনন্দে আকাশে ওড়ার স্বপ্ন বাস্তবতা পাক।তরুণ শিল্পীদের সাথে ছোটো শিল্পীরাও তাদের ভাবনাকে রুপায়িত করে এই নান্দনিক চিত্র তৈরী করে। জে. এন রায় রোড,কায়েত পাড়ার সাবিত্রীবালা সরকারের বাড়ীর দেওয়ালে এই অভনব উদ্যোগটি রুপায়িত করে সৈকত,রাহুল, নীতা, প্রণবেন্দু, অর্চিষ্মান,সুতপা,রোজি,সৌমী,তরুণিতা,অর্পন, গীত, গৌরব, বাচ্চা, সারনী, প্রথম, কৌশি, অনুষ্কা ও এলাকার বেশকিছু মানুষ। কৃষ্ণনগরের শিল্পীদলের এই নান্দনিক কাজে সকলের পাশে থেকে এই কাজকে আরও নান্দনিক করে তোলে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post