সমীর দাস: উত্তরপ্রদেশে হাফরসে ঘটনার পরিপ্রেক্ষিতে আজ কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস উদ্যোগে প্রতিবাদ মিছিল হয় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও নদীয়া জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল বিশ্বাস কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও প্রশাসক অসীম সাহা কৃষ্ণনগর সাংগঠনিক যুব তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহা পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান শশী গোপাল সরকার।
আজ রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার ধানতলা বাজার প্রাঙ্গণে দলিতদের উপর অত্যাচারের বিরুদ্ধে পথসভায় উপস্থিত রয়েছেন রাজ্যসভার সংসদ আবির রঞ্জন বিশ্বাস ,রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পোদ্দার , প্রাক্তন সাংসদ তাপস মন্ডল, রানাঘাট ২ নম্বর ব্লক সভাপতি দেবাঞ্জন গুহ ঠাকুরতা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শান্তিপুর বিধানসভা কেন্দ্রের গয়েশপুর পঞ্চায়েত অন্তর্গত হিজুলি গ্রামে আজ প্রচেষ্টা প্রকল্প মাধ্যমে একটি রাস্তার উদ্বোধন শেষ হওয়ার পর বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নেতৃত্বে একটি ধিক্কার মিছিল ও সভা করা হয়। কল্যাণী বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ বিশ্বাস, করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় একটি সভা করেন এ বিষয়ে। সমস্ত তথ্য এখনো পর্যন্ত এসে না পৌঁছালেও নদিয়া জেলার সমস্ত বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, পৌর প্রশাসক তাদের নিজ নিজ এলাকায় দুপুরের পর বিভিন্ন বিক্ষোভ সভা এবং ধিক্কার মিছিল আয়োজন করেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post