ফাইল চিত্র।
পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে (Nandigram) হাই ভোল্টেজ মঙ্গলবার। শেষদিনের প্রচারে মমতা-শুভেন্দুর ডুয়েল দেখবে নন্দীগ্রামের মানুষ। দু’জনেরই একাধিক কর্মসূচি রয়েছে এদিন। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নামবেন অমিত শাহ। রোড শো করবেন বাঙালির মহাগুরু মিঠুন চক্রবর্তীও। অন্যদিকে ময়দানে থাকবেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল থেকে জনসভা, একাধিক কর্মসূচি রয়েছে তাঁরও।
সকাল ১১টা নাগাদ ভাঙাবেড়ার শহিদবেদী থেকে সোনাচূড়া বাজার পর্যন্ত মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো। বেলা ১টায় সোনাচূড়ায় জনসভা রয়েছে তাঁর। সেখান থেকে ২টোয় চলে যাবেন ভেকুটিয়ায়। সেখানেও প্রচারসভা। এরপর টেঙ্গুয়ায় জনসভা রয়েছে দুপুর ৩টে নাগাদ।
আরও পড়ুন: ১০ জন লাশের আত্মা ঘুরে বেড়াচ্ছে, হলদিয়া গেস্ট হাউজে কেমন একটা মনে হয়েছিল মমতার
নন্দীগ্রামে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও। মঙ্গলবার তাঁর হয়ে প্রচার করতে আসছেন অমিত শাহ, মিঠুন চক্রবর্তী। সকাল ১১টা নাগাদ শুভেন্দুর প্রচারে রোড শো করবেন অমিত শাহ। বিকেল চারটেয় শুভেন্দুর সমর্থনে নন্দীগ্রামে নামবেন মিঠুন চক্রবর্তী।
আরও পড়ুন: বগলামুখী মায়ের কবজ ছিল বলেই সেদিন বেঁচে গেলাম: মমতা
একুশের বিধানসভা ভোটের এপিসেন্টার এই নন্দীগ্রাম। ২৯৩টি আসন একদিকে, অন্যদিকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। এই প্রথমবার মমতা-শুভেন্দুর মুখোমুখি শক্তিপরীক্ষা। প্রেস্টিজ ফাইট দু’জনেরই। ইতিমধ্যেই এখানকার ‘ভূমিপুত্র’ শুভেন্দু অধিকারী শুনিয়ে রেখেছেন, জয় তাঁর নিশ্চিত। অন্যদিকে সোমবারই ‘ভূমিকন্যা’ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, মানুষ তাঁর সঙ্গেই আছে। তিনি ‘রয়্যাল বেঙ্গল টাইগার’। তাঁকে আটকানো অত সোজা হবে না।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post