অভ্রদ্বপ দাস : ‘আপনি ভোট নিলে তৃণমূলের ক্ষতি হবে। ২৭৩টা বুথ আছে, অন্য বুথে যান’, প্রচারে বেরিয়ে এভাবেই হুমকির মুখে পড়লেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। ক্রমাগত আঙুল উঁচিয়ে শাসানী দিয়ে গেলেন তৃণমূল নেতা তথা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। পূর্ব মেদিনীপুর জেলা সিপিএমের তরফে দেওয়া এই ভিডিও ঘিরে নতুন করে সরগরম নন্দীগ্রাম।
Discussion about this post