কল্যাণ দত্ত: জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে পয়লা অক্টোবর রাজ্যের পঞ্চায়েত দফতরের, ‘পথশ্রী প্রকল্পের’ উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন জেলায় ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা নতুন করে নির্মাণ হওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুলবাড়ীর রাজগঞ্জ ব্লকের, পূর্বধানতলা গ্রামে প্রথম সেই কাজের সূচনা করেছিলেন। তারপর থেকে রাজ্যের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে চলছিল পথশ্রী অভিযানের রাস্তা পুননির্মাণ ও নব নির্মাণের কর্মযজ্ঞ। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পথশ্রী অভিযানে সামিল হয়ে, টানা ১৫ দিন ধরে, পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের, ১০টা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রাস্তার উদ্বোধন করেন, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ।
আরও পড়ুন দুর্গোৎসবের চেক হাতে পেল পুজো কমিটি। সাথে তরুণ প্রজন্মকে উৎসাহ দিল শক্তি সংঘ
বৃহস্পতিবার অর্থাৎ ১৫ই অক্টোবর প্রদীপ প্রজ্বলন, বাউল সংগীত এবং কবিতা আবৃতির মাধ্যমে চারটি নতুন রাস্তার উদ্বোধন করেন, এবং সগরাই কন্যাশ্রী মঞ্চ থেকে পথশ্রী অভিযানের সমাপ্তি ঘোষণা করেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিডিও কমল কান্তি তলাপাত্র, জয়েন্ট বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদী, সহ-সভাপতি শ্যামল কুমার দত্ত, জেলা পরিষদের অন্যতম সদস্য বিশ্বনাথ রায়, বিদ্যুৎ কান্তি মন্ডল সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও কর্মীগণ।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে বিধায়ক নবীন চন্দ্র বাগ বলেন,” আমাদের সরকার মা মাটি মানুষের সরকার, তাই মানুষের কথা ভেবে মায়েদের কথা ভেবে রাস্তা সম্পর্কিত যাতে কেউ কোনো অসুবিধার সম্মুখীন না হন, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানবিক পদক্ষেপ পথশ্রী অভিযান”।
আরও পড়ুন বলিউডের সঙ্গে যুক্ত শ্রমিকরা কেন অস্বাস্থ্যকর পরিবেশে থাকবেন! প্রশ্ন কঙ্গনার
অপরদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি বলেন, ” ১৫ দিন যাবৎ আমরা খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন রাস্তার সূচনা করেছি, বাংলার মানুষের পাশে মা মাটি মানুষের সরকার আছে, ছিল, থাকবে। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল কুমার দত্ত বলেন, গ্রাম বাংলার রাস্তা গুলির শ্রী-বৃদ্ধি করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা পূর্ণ ভাবনা”।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post