প্রতীকী ছবি
নিউজ ডেস্ক : করোনা আবহেই আজ থেকে শুরু হল পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে চূড়ান্ত বর্ষের পরীক্ষা এবং টার্মিনাল সেমিস্টার পরীক্ষা। তাই বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। কারণ করোনার জেরে চলতি বছর বদল হয়েছে পরীক্ষার নিয়ম। এবছর শিক্ষার্থীদের প্রশ্নপত্র ডাউনলোড করা এবং ইন্টারনেট ব্যবহার করে উত্তরপত্র আপলোড করতে হবে।
এ বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টুইটে বলেছেন, “১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সিইএসসি এবং ডব্লুউবিএসইবি–কে পরামর্শ দেওয়া হয়েছে।”
অন্যদিকে শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, ‘”কয়েকটি গ্রাম এবং শহরে ইন্টারনেট সংযোগ দুর্বল হওয়ায় শিক্ষার্থীদের জন্য পরীক্ষা দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে কলেজগুলিতে উত্তরপত্রগুলি জমা দেওয়ার বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। সেইসব জায়গায় শিক্ষার্থীদের কলেজের কাছাকাছি কোথাও পরীক্ষা দিতে বলা হয়েছে। তাঁদের সাহায্য করার জন্য কর্মকর্তা এবং শিক্ষকরা সেখানে উপস্থিত থাকবেন।”

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post