নিউজ ডেস্ক : বঙ্গে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। এর এরইমধ্যে উদ্ধার হল তাজা বোমা। ঘটনাটি ঘটেছে পশিমমেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর এলাকার। রাস্তার ধার থেকে আজ দুটি বোমা উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও বম্বস্কোয়াডকে। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্য দিকে, ঘটনায় শাসক ও বিরোধী পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনে ভোট গ্রহণ করা হবে পশ্চিম মেদিনীপুরে।
ADVERTISEMENT
Discussion about this post