নিউজ ডেস্ক : হাসপাতাল থেকে নিখোঁজ করোনা রোগীর দেহ উদ্ধার হল পুকুর থেকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার উলুবেড়িয়ায়। উলুবেড়িয়ার সঞ্জীবনী হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন এক যুবক। কিন্তু গত বুধবার রাত থেকে আচমকা বেপাত্তা হয়ে যান ওই যুবক। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। এরপর এদিন সকালে হাসপাতালের কাছাকাছি একটি পুকুর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন পুজোর আনন্দে বিশেষ ক্ষমতা সম্পন্নদের সামিল করল প্রেস ক্লাব
এই খবর জানতেই ওই যুবকের বাড়ির লোকজন এসে ব্যাপক ভাঙচুর চালায় হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতের উত্তেজিত পরিবার পুলিশের ওপরও হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় রাফ ও কমব্যাট ফোর্স।
Discussion about this post