রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ : প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর আসার পরেও পাননি উপভোক্তা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ডোমকলের এক নম্বর ধূলাউড়ি গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর গ্রাম এলাকায়।
অভিযোগ রাধাকান্তপুরের গ্রাম সংসদের তৃণমূল সদস্যা সেলিনা বিবি তার ভাসুর রফিকুল ইসলামকে কাজে লাগিয়ে ঘর দেওয়ার নামে ৫ হাজার টাকা নিয়েছে উপভোক্তার কাছে। এক বছর পর ওই মেম্বার বলেন উপভোক্তার ঘর আসেনি।
তবে তাদের দাবি সরকারি নথিতে ঘর এসেছে। সবমিলিয়ে মেম্বার ঘরের টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উপভোক্তাদের।
Discussion about this post