নিউজ ডেস্ক : করোনা সংক্রমণে প্রাণ হারালেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। গত একমাস ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের পাশাপাশি সাংবাদিক মহল ও ক্রীড়া জগতে।
খেলাধুলোর প্রতি অসাধারণ জ্ঞান এবং আগ্রহ তাঁকে ভারতীয় ক্রীড়া সাংবাদিকতার দুনিয়ায় সর্বকালীন উজ্জ্বলতম ব্যক্তিত্বে পরিণত করে। ইংরেজি দৈনিক ‘দ্য স্টেসম্যান’ পত্রিকার সঙ্গে তিনি দীর্ঘদিন কর্মসূত্রে যুক্ত ছিলেন।
Farewell Kishore Bhimani. Cricket journalist and a true lover of #Kolkata
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) October 15, 2020
কিশোর ভিমানির প্রয়াণে টুইটারে নিজস্ব হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি লিখেছেন, ‘বিদায় কিশোর ভিমানি। ক্রিকেট সাংবাদিক ও কলকাতাপ্রেমী।’
আরও পড়ুন করোনা মোকাবিলায় দর্শকবিহীন পুজোর সিদ্ধান্ত সন্তোষ মিত্র স্কোয়ারের
Discussion about this post