সুরশ্রী রায় চৌধুরী: পয়লা বৈশাখ হুইলচেয়ারে উত্তর কলকাতার বেলেঘাটা থেকে মানিকতলা পর্যন্ত ৪ কিমি পথে রোড-শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোড-শো শুরু হবে দুপুর ২টো। গত ১০ মার্চ নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেদিন রাতেই কলকাতায় এনে তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। তিনদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হুইলচেয়ারে চেপে ফের ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েন তিনি। ১৪ মার্চ, নন্দীগ্রাম দিবসে নেতৃত্ব দেন গান্ধীমূর্তির পাদদেশ থেকে হাজরা মোড় পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার রোড শোয়ের। হাজরায় সভামঞ্চ থেকে হুঙ্কার দিয়েছিলেন, ‘আহত বাঘ আরও ভয়ঙ্কর। হুইলচেয়ারে করেই সারা বাংলা ঘুরব। ভাঙা পায়েই খেলা হবে।’
উত্তর থেকে দক্ষিণ, হুইলচেয়ারে চেপে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার করছেন মমতা। এরমধ্যেই দ্বিতীয় দফায় ভোট হয়ে গিয়েছে নন্দীগ্রামে। পঞ্চম দফার আগে ফের কলকাতায় রোড-শো করতে চলেছে তিনি। এদিকে এদিন নন্দীগ্রাম কাণ্ডের জেরে সরিয়ে দেওয়া হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তীকে। তাঁর বিরুদ্ধে অবশ্য ভোটারদের প্রভাবিত করার অভিযোগে কমিশনে নালিশও করেছিলেন শুভেন্দু অধিকারী। সবদিক খতিয়ে দেখেই পদক্ষেপ করল কমিশন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post