উদ্ধার হওয়া বোমা, নিজস্ব চিত্র
দক্ষিণ ২৪ পরগনা: নির্বাচন আবহে ঘন ঘন বোমা বিস্ফোরণ (Bomb Blast) ও তাজা বোমা উদ্ধারের দাপটে কেঁপে উঠছে বাংলা। চতুর্থ দফা নির্বাচনের আগে এ বার ভাঙড়ে পদ্মপুকুরের মাঠের মাঝখান থেকে উদ্ধার হল ৪১ টি তাজা বোমা। শুক্রবার সকালে, বোমা উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ভাঙড়ে।
ভাঙড় থানার পুলিশ ও বম্ব-স্কোয়াডের তরফে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ভাঙড়ে বোমা মজুতের খবর পাওয়া যাচ্ছিল। সেই সূত্র ধরেই শুক্রবার সকালে পদ্মপুকুরের মাঠে অভিযান চালিয়ে মাঠের মাঝখান থেকে ৪১ টি তাজা বোমা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই বোমা মজুতের সঙ্গে কোনও বড় নাশকতার ছক থাকতে পারে। থাকতে পারে রাজনৈতিক ষড়যন্ত্র।
এই ঘটনার জেরে রাজনীতির পারদ চড়েছে ভাঙড়ে। আইএসএফ সমর্থক ও কর্মীদের দাবি, সন্ত্রাস ছড়াতে তৃণমূল কর্মী (TMC) সমর্থকরা ওই বোমা মজুত করেছে। অন্যদিকে, আইএসএফের (ISF) এই মন্তব্যকে অস্বীকার করেছে ঘাসফুল শিবির। স্থানীয় তৃণমূল নেতা বাহারুল ইসলামের দাবি, ভোটের আগে অশান্তি পাকাতে এই কাজ করেছে আইএসএফ। তৃণমূলকে বদনাম করতেই মিথ্যা অভিযোগ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি শাসক শিবিরের। প্রসঙ্গত, আগামী ১০ এপ্রিল ভাঙড়-সহ দক্ষিণ ২৪ পরগনার মোট ১১ টি আসনে নির্বাচন হবে।
আরও পড়ুন: ‘মনে হচ্ছে দুনিয়া গোল’, মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে পুলকিত অধীর

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post