নিউজ ডেস্ক : সিনে জগতে একের পর এক নক্ষত্রের পতন ঘটে চলেছে। মাত্র ২৭ বছর বয়সেই চির বিদায় নিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়। শুক্রবার রাতে বেঙ্গালুরুতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
জানা গিয়েছে, বেশ কয়েকমাস ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। চিকিৎসা চলছিল। আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সমস্ত চেষ্টা ব্যর্থ করে শুক্রবার তাঁর মৃত্যু হয়। ঘটনায় শোকাহত বলিউড।
Discussion about this post