ফাইল ছবি
কলকাতা: ভোটপ্রচারে ফ্রি-তে অযোধ্যা (Ayodhya) ভ্রমণের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে এ বার জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) শোকজ করল নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, বুধবার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে বিধিভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (Show Cause) নোটিস দিয়েছে কমিশন। তিনি ভোটে জিতলে সবাইকে বিনামূল্যে অযোধ্যার মন্দির দর্শন করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। যে কারণে এই নোটিস ধরিয়েছে কমিশন।
দিনকয়েক আগে বিজেপিতে যোগ দিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র। তারপরই তাঁকে বলতে শোনা যায়, “আগে মনে মনে জয় শ্রী রাম বলতাম। এখন থেকে স্বাধীনভাবে মঞ্চে উঠে বলতে পারব।” প্রচারে নেমেও গৈরিকিকরণের পক্ষেই সওয়াল করতে শোনা গিয়েছিল তাঁকে। এই সবকিছুর মধ্যে নিজের ফেসবুকে অতিসম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করে বিস্ফোরক মন্তব্য করেন জিতেন্দ্র।
আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী হবেন বাংলারই ভূমিপুত্র’, শিশির- শুভেন্দুকে পাশে নিয়ে আশ্বাস মোদীর
তাঁকে দাবি করতে শোনা যায়, এলাকার তৃণমূল প্রার্থী নীরেন্দ্রনাথ চক্রবর্তী নাকি হুঁশিয়ারি দিয়েছেন যে কেউ রামনাম করলে ও অযোধ্যা গেলে হাত-পা ভেঙে দেওয়া হবে। সেই প্রসঙ্গ টেনেই পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী প্রতিশ্রুতি দিয়ে বলেন, তিনি নির্বাচিত হয়ে এলে কেন্দ্রের সমস্ত প্রবীণ ব্যক্তিদের বিনামূল্যে অযোধ্যা ভ্রমণের ব্যবস্থা করবেন এবং রামলালার দর্শন করাবেন। জিতেন্দ্রর এই মন্তব্যই নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়ে বলে দাবি করেছে তৃণমূলও। এরপরই তাঁকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post