দেবশ্রী মুখার্জী : ২৩ শে এপ্রিল কলকাতার বড় বাজারে ভগবান শ্রী পরশুরামের জন্মজয়ন্তী উদযাপিত হলো ভগবানের পুজো ও এক বিশাল কলস শোভাযাত্রার মধ্য দিয়ে ৷পশ্চিমবঙ্গ পরশুরাম সেনা, বিপ্রবাহিনী কাশী প্রয়াগ বঙ্গ পরিষদ ও বিপ্র সেবা ট্রাস্ট দ্বারা আয়োজিত এই শোভাযাত্রায় হাজারেরও বেশি ভক্ত পদযাত্রায় অংশগ্রহণ করে ৷ বড় বাজারের সত্যনারায়ণ পার্ক থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য যাত্রায় উপস্থিত ছিলেন কাউন্সিলর বিজয় উপাধ্যায়, কাউন্সিলর রাজেশ সিনহা, যুবনেতা ঋজু দত্তা, মানব জয়সওয়াল, অশোক ওঝা সহ অন্যান্যরা ৷ শোভা যাত্রাটি শেষ হয় বড়বাজার পোস্তা গনেশ মন্দিরের সন্নিকটে ৷ এই উৎসবের আয়োজনে বিশেষভাবে অংশ নেয় পশ্চিমবঙ্গ পরশুরাম সেনার চেয়ারম্যান শচীন ত্রিপাঠী, পশ্চিমবঙ্গ পরশুরাম সেনার কলকাতা সভাপতি বাগেশ মিশ্রা, অশোক সহল, অনিষ মিশ্র, বেদ প্রকাশ জোশী সহ সংস্থার অন্যান্য সদস্যরা৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post