নিজস্ব প্রতিবেদন : ‘থালাইভি’ ছবির শ্যুটিং শেষ, এবার পরবর্তী ছবি ‘ধাকড়’ এবং ‘তেজস’-এর জন্য প্রস্তুতি শুরু করে দিলেন কঙ্গনা রানাউত। এই ছবিতে একজন সেনানী ও গুপ্তচর-এর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। অ্যাকশন নির্ভর এই ছবি দুটির জন্য জমিয়ে অনুশীলন করতে দেখা গেল কঙ্গনাকে।
নিজের শরীরচর্চা ও অ্যাকশন অনুশীলনের একটি ভিডিয়ো শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কঙ্গনা। লিখেছেন, ”আমি আমার আসন্ন অ্যাকশন চলচ্চিত্রগুলির জন্য অ্যাকশন প্রশিক্ষণ শুরু করেছি। তেজাস এবং ধাকড়-এ আমি যথাক্রমে একজন ফৌজি ও গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছি। বলিউডের থালি আমায় অনেককিছু দিয়েছে ঠিকই, তবে মণিকর্ণিকার সাফল্যের পর আমি বলিউডকে প্রথম বৈধ অ্যাকশন নায়িকা দিয়েছি।”
আরও পড়ুন-দুগ্গা এলো: পূর্বসূরীদের পথে হেঁটে পুজোয় নতুন গান গেয়ে খুশি আকৃতি কক্কর
I have started action training for my upcoming action films #Tejas and #Dhakaad I play a Fauji and a Spy respectively in these films. Bollywood ki thali may have given me a lot but post Manikarnika success I too have given Bollywood it’s first ever legitimate action heroine pic.twitter.com/0gkNqk3yuo
— Kangana Ranaut (@KanganaTeam) October 16, 2020
প্রসঙ্গত ‘বলিউড কি থালি’ শব্দটি ব্যবহার করে কঙ্গনা জয়া বচ্চনকে একহাত নিলেন বলে মনে করছেন অনেকেই। মাদকবিতর্কে সংসদে দাঁড়িয়ে জয়া বলেছিলেন, ”যে থালায় খান, সেই থালাতেই ফুটো করছেন”।
‘তেজস’ ছবিতে ভারতীয় বায়ুসেনার পাইলটের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। ডিসেম্বর থেকে ছবির কাজ শুরু হবে। তবে ‘তেজস’ ও ‘ধাকড়’ কঙ্গনার ‘থালাইভি’ ছবিটি মুক্তি পাবে। ‘থালাইভি’র জন্য এর আগে ২০ কেজি ওজন বাড়িয়ে চমকে দিয়েছিলেন কঙ্গনা। পরে আমার সেই ওজন দ্রুত কমিয়ে ফেলেও অবাক করেছেন অনুরাগীদের।
আরও পড়ুন-”সিসিটিভি ফুটেজই প্রমাণ দেবে স্পা তে আমি কী করছিলাম”, মধুচক্রকাণ্ডে বললেন অভিনেতা সৌগত

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post