সংবাদদাতা বসিরহাট : বসিরহাট মহাকুমা অফিসে বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা।
বসিরহাট মহকুমায় বিভিন্ন বিধানসভার একাধিক প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। শুক্রবার বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বিজেপি আইএসএফ ও সিপিআইএম প্রার্থীরা। প্রতিটি জায়গায় উৎসাহী তৃণমূল কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন।
এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বসিরহাট দক্ষিণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সপ্তসী ব্যানার্জি। অন্যদিকে মিনাখাঁ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঊষা রানী মন্ডল, হিঙ্গলগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবেশ মন্ডল ও বসিরহাট উত্তর বিধানসভার রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে ঊষারাণী বলেন, আমি সারা বছর মানুষের সঙ্গে থাকি। মিনাখাঁর মানুষের উপর আমার আস্থা রয়েছে। সারা বাংলার মতো মিনাখাঁর মানুষ এবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চান।
এর পাশাপাশি এদিন বসিরহাট উত্তরের আইএসএফ প্রার্থী পীরজাদা বাইজিদ আমিন মনোনয়নপত্র জমা দেন। হাড়োয়া বিধানসভার বিজেপির প্রার্থী রাজেন্দ্র সাহা, সংযুক্ত মোর্চা সমর্থিত বসিরহাট দক্ষিণ বিধানসভা কংগ্রেস প্রার্থী অমিত মজুমদার, ও হিঙ্গলগঞ্জ বিধানসভার সংযুক্ত সিপিআই প্রার্থী ডাক্তার রঞ্জন মন্ডল, বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন।
Discussion about this post