প্রীতম ভট্টাচার্য : প্রাক-শারদীয়ায় করোনাময় পরিস্থিতিতে মায়েদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো নদীয়া জেলার কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐকতান।রবিবার মায়েদের মধ্যে বস্ত্র বিতরনের আয়োজন করে সংস্থাটি। নদীয়া জেলার কৃষ্ণনগর ১নং ব্লকের ভাতজাংলার পশ্চিম দুর্লভ পাড়ায় ৭৫ জন ও কৃষ্ণনগর স্টেশনে কুলির কাজ করেন এমন ১৮টি পরিবারের মহিলার হাতে নতুন শাড়ী তুলে দিলেন তারা ।
উপস্থিত ছিলেন সংস্থাটির সদস্যবৃন্দ এছাড়াও ছিলেন স্থানীয় ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন ঘোষ সহ অন্যান্যরা। উদ্যোক্তাদের মধ্যে সংস্থাটির সম্পাদক সৌগত দাস জানান পুজোর সময় বাড়ির সবার জন্য কিছু না কিছু পোশাক হলেও বাড়ির মহিলারা অনেক সময় নতুন পোশাক থেকে বঞ্চিত থাকেন তাই এই উদ্যোগ । মহিলাদের জন্য এই উদ্যোগ নেওয়ার জন্য এলাকার মানুষ সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান ।
