সাইক্লোনের খবর ভুয়ো, জানাচ্ছেন আবহাওয়াবিদরা
কলকাতা: মাস কয়েক আগেই ভয়াবহ ঘূর্ণিঝড় (Cyclone) আমফানে (Amphan) তছনছ হয়ে গিয়েছিল গোটা বাংলা। আর সেই স্মৃতি উস্কেই গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঘুরছে আরও এক ঘূর্ণিঝড়ের খবর। সেই ঘূর্ণিঝড়ের নাম নাকি টাউকটে। স্বাভাবিকভাবেই এই সাইক্লোনের খবরে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। তবে, আবহাওয়া দফতর (Regional Meteorological Centre, Kolkata) আশ্বাস দিয়ে জানাল, এমন কোনও ঝড়ের সম্ভাবনাই নেই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সুপার সাইক্লোনের খবর উঠে আসে। ভাইরাল হয়ে যায় সেই খবর। এরপরই বুধবার সেই খবর ভুয়ো বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মার্চের শেষে বা এপ্রিলের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার যে খবর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, তা ভুয়ো। এই ঝড়ে বাংলা ফের আমফানের মতো ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও খবর ছড়াচ্ছিল বলে জানিয়েছে আলিপুর।
আবহাওয়া দফতরের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, আগামী ১০ দিনে কোনও সাইক্লোনের সম্ভাবনা নেই। আরও জানানো হয়েছে যে, যদি কোনও ঝড়ের সম্ভাবনা থাকে সে ক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইট, ই মেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো হবে। তার কী প্রভাব পড়তে পারে, তাও জানানো হবে।
আরও পড়ুন: আরও বাড়বে গরম, সঙ্গে অস্বস্তিও! ক’দিন চলবে এই অবস্থা? কী জানাল হাওয়া অফিস
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধুমাত্র পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়া, কলকাতায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post