সুজয় মণ্ডল: আগামী 8 অক্টোবর নবান্ন অভিযান এর ডাক দেওয়া হয়েছে বিজেপির রাজ্য যুব মোর্চার পক্ষ থেকে। নবান্ন অভিযান সফল করতে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা হাসপাতাল বনবিবি সেতু মুখে জনসমাবেশ এর ডাক দেওয়া হয় বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার পক্ষ থেকে। এদিনের জনসমাবেশের প্রধান বক্তা ছিলেন বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ। এছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাট জেলা যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তারক ঘোষ সহ স্থানীয় নেতৃত্ব। সমাবেশের আগে টাকি ফুবা মোড় থেকে শুরু হয়েছিল বিজেপির পথযাত্রা। কেন্দ্রীয় কৃষি বিল এর সমর্থনে ধুবা মোড় থেকে হাসনাবাদ পর্যন্ত পদযাত্রায় পা মেলান সৌমিত্র খাঁ সহ বিজেপি নেতৃত্ব। মিছিলে হাজির ছিলেন বসিরহাট মহাকুমার কয়েক’শ বিজেপি কর্মী।
Discussion about this post