প্রতীকী ছবি
সুরশ্রী রায় চৌধুরী: মুম্বইয়ের বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তার দাবি করেন ১৩ জুন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দেখা করেন রিয়া চক্রবর্তী। ১৩ জুন রাতে রিয়াকে তাঁর বাড়িতে নামিয়ে দিয়ে আসেন সুশান্ত। এই তথ্যই আবার সামনে আসছে।
১৩ ই জুন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যে দেখা করেন রিয়া চক্রবর্তী তার আবার ও প্রমান পাওয়া গেলো। ১৩ জুন সন্ধে ছটা, সাড়ে ছটা নাগাদ রিয়াকে তাঁর আপার্টমেন্টে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যান সুশান্ত এমনই দাবি রিয়ার অ্যাপার্টমেন্টের এক বাসিন্দার।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রিয়ার প্রতিবেশী জানিয়েছেন, তিনি ১৩ জুন সন্ধে ছটা, সাড়ে ছটা নাগাদ রিয়া,সুশান্তকে দেখতে পান। সুশান্ত নিজে গাড়ি চালিয়ে রিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। মহিলার দাবি ১৩ জুন রিয়ার সঙ্গে সুশান্তের যে দেখা হয়েছিল, সেই ঘটনা পুরো রেকর্ড করা রয়েছে। এদিকে মঙ্গলবার মাদক মামলায় রিয়া চক্রবর্তীর বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। অর্থাত আগামী ২০ অক্টোবর পর্যন্ত মুম্বইয়ের বাইকুল্লা জেলেই থাকতে হচ্ছে রিয়াকে।
Discussion about this post