নিউজ ডেস্ক : টিটাগড় পুরসভার প্রাক্তন কাউন্সিলর ও বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় গ্রেফতার করা হল ২ জনকে। ধৃতরা হল মহম্মদ খুররম খান ও গুলাব শেখ। আজ সকালে তাদের গ্রেফতার করে সিআইডি।
পুলিশ সূত্রে খবর, প্রায় একমাস ধরে মণীশের ওপর নজর রেখে চলছিল খুররম ও গুলাব। রবিবার সুযোগ বুঝে তাঁকে খুনের পরিকল্পনা করে তারা। ধৃত মহম্মদ খুররম খানে ভাই ইনাম শেখ জানায়, রবিবার দুপুরের পর থেকে সারাদিন বাড়িতেই ছিল তাঁর দাদা। তিনি এও জানান, বেশ কয়েক বছর আগে তাঁদের বাবা মহম্মদ ইসলামকে গুলি করে খুন করা হয়। আর সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন মণীশ শুক্লা। সেই বদলা নিতেই এই খুন কি না সে ব্যাপারে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন।
Discussion about this post