নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বেশ কয়েকজন কর্মচারীদের বিভাগ স্থানান্তরের দাবিতে টানা চার মাস ধরে আন্দোলন করছে তৃণমূল সমর্থিত এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়ন। একই দাবিতে সোমবার কারখানার ভেতরে আন্দোলন করছিল মজদুর মোর্চা সমর্থিত শ্রমিকরা। অভিযোগ, তৃণমূলের আরেকটি শ্রমিক ইউনিয়নের লোকজনও কারখানার ভেতরে জমায়েত হয়। দুপক্ষের মধ্যে বচসা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
তপ্ত পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় রাফ-সহ জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, আন্দোলনকারী মজদুর মোর্চার ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চার কার্যকারী সভাপতি সঞ্জয় সিংয়ের অভিযোগ, বিভাগ স্থানান্তর-সহ একাধিক ইস্যুতে শ্রমিকরা আন্দোলন করছেন। কারখানার ভেতরে ঢুকে সেই আন্দোলন পুলিশ দমন করার চেষ্টা করছে। বিভাগ স্থানান্তর না করায় দশদিন আগে তাপস গোস্বামী নামে একজন শ্রমিক আত্মহত্যা করেছেন। তাঁর স্ত্রীর এখনও চাকরি মেলেনি।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post