রাজীব মুখার্জী : মুর্শিদাবাদ জেলার বেলডাঙা শহরের মাড্ডা নামে এক অখ্যাত গ্রামে তাঁর জন্ম। কিন্তু ছোটবেলা থেকেই দু’চোখ ভরা স্বপ্ন বড় হয়ে নামকরা গায়ক হওয়ার। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে উৎসাহ জুগিয়েছেন তাঁর মা। তাই বাড়িতে আরশোলা-ইঁদুরের নিশ্চিত বাসস্থান পুরোনো ভাঙাচোরা হারমোনিয়াম সারিয়ে পথচলা শুরু হল আশিস কুমার ব্যানার্জি’র।
অভাবি সংসারের সন্তান। হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে রাত চোখ জড়িয়ে আসত ঘুমে। কিন্তু মায়ের কড়া শাসন দশটা পর্যন্ত রেওয়াজ না করলে খেতে দেওয়া হবে না। এই শাসনে বড় হয়ে ওঠা আশিস ব্যানার্জি আজ টলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন। আজ তাঁর মা নেই, কিন্তু মায়ের আশীর্বাদে এগিয়ে চলেছে তাঁর স্বপ্ন। একদিনে আঠাশটি গান গেয়ে বিশ্বরেকর্ড গড়ার স্বপ্ন সর্বজনবিদিত। কিন্তু তাঁর লক্ষ্য একদিনে আঠাশটির বেশি গান রেকর্ড করার। অবশ্য আঠাশ বললে ভুল হবে, পঞ্চাশের বেশি গান একদিনে রেকর্ড করে স্বপ্ন আকাশ ছুঁতে চলেছে আশিস কুমার ব্যানার্জি’র।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post