ফাইল চিত্র
নিউজ ডেস্ক : এতদিন পর্যন্ত কোনও বেসরকারি ল্যাবরেটরি বা প্যাথলজিক্যাল সেন্টারে করোনা পরীক্ষা করতে খরচ পড়ত ২২৫০ টাকা। এবার সেই অঙ্কটা এক ধাক্কায় অনেকটাই কমে গেল। এখন থেকে করোনা পরীক্ষা করতে লাগবে ১৫০০ টাকা। এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই সিদ্ধান্তকে সোমবার মুখ্যমন্ত্রীর শারদ উপহার বলেই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
আসন্ন দুর্গাপুজো ও করোনা পরিস্থিতি নিয়ে এদিন নবান্ন সভাঘরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের পর বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। তাঁর মধ্যে অন্যতম কোভিড পরীক্ষার খরচ কমানো। তা ছাড়াও এদিন রাজ্যের পক্ষ থেকে বেসরকারি অ্যাম্বুল্যান্সের ভাড়া কমানোর আবেদন জানানো হয়।
আরও পড়ুন পুজোর আগে রাজ্যে লোকাল ট্রেন চালু নিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদের
Discussion about this post