নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ভঙ্গুর পরিকাঠামো ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের। রেফার রোগের তকমা লেগেছে এই হাসপাতালে। জরুরি পরিষেবা নিতে আসা রোগীদের অন্যান্য হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। সোমবার সকালে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়ক পবন কুমার সিং। বিধায়ক তহবিলের অর্থের সরঞ্জাম প্রদানের আশ্বাস দিলেন পবন কুমার সিং। হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নে এদিন বেলায় হাসপাতালে আসেন সাংসদ অর্জুন সিং। তিনি হাসপাতাল সুপারের কাছ থেকে বিস্তারিত সমস্যা জেনে নিন।
এক্সরে ও ইউ এস জি মেশিন-সহ প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম সাংসদ তহবিলের অর্থে কিনে দেবার এদিন প্রতিশ্রুতি দিলেন সাংসদ অর্জুন সিং। হাসপাতাল সুপার মিজানুল ইসলাম বলেন, হাসপাতালের উন্নয়নে দুদফায় ফলপ্রসূ বৈঠক হয়েছে। বিধায়ক ও সাংসদ দুজনেই হাসপাতালের পরিস্থিতি বদলের সহায়তার আশ্বাস দিয়েছেন। সাংসদ ছাড়াও এদিন হাসপাতালে হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা সত্যেন রায়, গৌতম সরকার, শর্বরী চৌধুরী প্রমুখ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post