অভ্রদ্বীপ দাস : গাড়ির দুনিয়ায় এক অভিজাত নাম বিএমডব্লু। সারা বিশ্বে জনপ্রিয় এই গাড়ি। শুধু বিলাসিতাই নয়, সামাজিক মর্যাদারও প্রতীক এই গাড়ি। ভারতেও গাড়িপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় বিএমডব্লু। সে কথা মাথায় রেখেই এবার ভারতের বাজারে নতুন মডেলের গাড়ি আনল এই সংস্থা। ‘বিএমডব্লু ২ সিরিজ গ্র্যান কুপ ২২০ আই পেট্রোল’ শুধু বিলাসবহুলই নয়, ভারতের রাস্তায় রোজ ব্যবহার করার জন্যও উপযুক্ত। বিএমডব্লুর অন্যান্য মডেলগুলির তুলনায় এই নতুন মডেলের গাড়ির আকার কিছুটা ছোট।
‘২ সিরিজ গ্র্যান কুপ ২২০ আই’-এর ডিজাইন বেশ আকর্ষণীয়। এই গাড়িতে ফ্রেমলেস ডোর ও স্লিম টেইল-ল্যাম্পস রয়েছে। দারুণ দেখতে গাড়িটি। বাইরে থেকে দেখতে একটু ছোট হলেও, গাড়িটির অন্দরসজ্জা বিএমডব্লুর অন্যান্য মডেলগুলির মতোই। সবরকম সুযোগ-সুবিধা রয়েছে এই গাড়িতে। অ্যয়ারলেস চার্জিং, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোলের ব্যবস্থা রয়েছে এই গাড়িতে। যাঁরা নিজেরা গাড়ি চালাতে ভালবাসেন, বিশেষ করে তাঁদের জন্যই তৈরি এই গাড়ি।
প্রতিকী ছবি।
Discussion about this post