ভারতে প্রথম উড়ান পথে শুরু হল এয়ার ট্যাক্সি পরিষেবা!
সুরভিতা রায়: চণ্ডীগড়ের চালু হলো দেশের প্রথম এয়ার ট্যাক্সি পরিষেবা। পাঞ্জাবের রাজধানী থেকে হরিয়ানার হিসরে উড়ে যাবে বিমানটি। ধিরে ধিরে আরও রুট যুক্ত হবে ।হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার উদ্বোধন করেন এই এয়ার ট্যাক্সি পরিষেবা র।
কেন্দ্র সরকারের উড়া ন প্রকল্পের আওতায় এই বিমান চলাচল করবে। হরিয়ানার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন_”এই প্রথম আমাদের দেশে এয়ার টেক্সি চালু হলো অন্যান্য দেশে যা ইতিমধ্যেই জনপ্রিয় প্রথম পর্যায়ে চন্ডিগড় থেকে হরিয়ানা যাবে বিমানটি দ্বিতীয় পর্যায় শুরু হবে ১৮ জানুয়ারি থেকে, হিসর থেকে দেরাদুন যাবে তখন এবং তৃতীয় পর্যায় ২৩ শে জানুয়ারি থেকে চালু হবে। চন্ডিগড় থেকে দেরাদুন ও হিসর থেকে ধরমশালা রুট দুটি যুক্ত হবে। এই ছোট্ট বিমানে চারজন চাপতে পারবে একসঙ্গে। ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগে উড়তে পারে এই বিমান এয়ার ট্যাক্সি চালু হবার জন্য রাজ্যের পাশাপাশি আমি বাকি দেশকেও শুভেচ্ছা জানাতে চাই এয়ার ট্যাক্সি এর ভাড়া সে অর্থে ততটা বেশি নয় । চণ্ডীগড় থেকে হিসর থেকে চন্ডিগড় ভলভো বাস এ যেতে লাগে ৭০০ টাকা, বিমানে দিতে হবে ১৭৫৫ টাকা।”