সুরশ্রী রায় চৌধুরী : ফের ভোটের বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাজ্যে দু’টি জনসভা করবেন তিনি। দুপুর ২টো ৪৫-এ তারকেশ্বরের হরিপালে সভা রয়েছে তাঁর। এরপর সেখান থেকে চলে যাবেন সোনারপুরে। সেখানেও জনসভা করবেন তিনি। অন্যদিকে জনসভা, রোড শোয়ে জনসংযোগ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রায়দিঘি, কুলপি, তারকেশ্বরে সভা রয়েছে তাঁর। হাওড়া সদরে রয়েছে রোড শো। এদিনই রাজ্যে চারটি জনসভা করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উলুবেড়িয়া, ফলতা, হাওড়া উত্তর ও কুলতলিতে সভা রয়েছে তাঁর। সব মিলিয়ে ভোটবঙ্গে আরও একটি হাইভোল্টেজ শনিবার।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post