ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন
অপর্ণা দাস : আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। শুক্রবার ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। গত কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে জমা পড়া সংযোজন, সংশোধন ও বিয়োজন সংক্রান্ত আবেদনের বিষয়গুলি খতিয়ে দেখা হয়। এরপর ভোটার তালিকার যাবতীয় সংশোধনীর কাজ শেষ হওয়ার পর আজ চূড়ান্ত তালিকা পেশ করল কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা থেকে কাটা গেল প্রায় ৬ লক্ষ নাম। ভোটার বাড়ল ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩। বাংলায় নতুন ভোটারের সংখ্যা ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩। তৃতীয় লিঙ্গের ভোটার ১,৫৯০। ভোট তালিকা থেকে বাদ পড়েছেন ৫ লক্ষ ৯৯ হাজার ৯২১ জন। নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করলেও নাম অন্তর্ভূক্ত করায় বাধা থাকছে না বলে জানা গেছে। সাধারণ মানুষ আবেদন করতে পারেন। তবে ভোটার তালিকা থেকে প্রায় ৬ লক্ষ নাম বাদ যাওয়া বেশ তাৎপর্যপূর্ণ। তবে এ বার চূড়ান্ত তালিকায় দেখা গিয়েছে, বিভিন্ন জেলায় ভোটারের সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে। এই ভোটারদের একটা বড়ো অংশ অভিবাসী শ্রমিক।