নিউজ ডেস্ক : বুধবার সকালে দিনহাটা শহর মণ্ডলের বিজেপি সভাপতি অমিত সরকারের (৫০) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপি কার্যালয়ের লাগোয়া পশু চিকিৎসালয়ের বারান্দায় ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান প্রাতঃভ্রমণকারীরা। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির নেতা-কর্মীরা।একাধিক তৃণমূল কার্যালয় ও দোকানপাটে ভাঙচুর চলে। এমনকী, কয়েকজন তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করা হয়। এমনটাই অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করেও চলে ইট বৃষ্টি। এমনকী, সাংবাদিক নিগ্রহও করা হয় বলে অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নড়েচড়ে বসে নির্বাচন কমিশন।
ঘটনাস্থলে বিশেষ পর্যবেক্ষক টিম পাঠিয়েছে নির্বাচন কমিশন।
Discussion about this post