দিনহাটায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
কোচবিহার: বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। ভোট বঙ্গে (West Bengal Assembly Election 2021) ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কোচবিহারের (Cooch Behar) দিনহাটায় (Dinhata)। মৃতের নাম অমিত সরকার।
জাানা গিয়েছে, অমিত দিনহাটার বিজেপির শহর মণ্ডলের সভাপতি। পরিবারের দাবি, মঙ্গলবার রাতে কেউ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে বাড়ি ফিরে আসেন। পরে আবার বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। পরিবারের তরফে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। বুধবার সকালে দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
আরও পড়ুন: মোদীর সভার আগেই উত্তপ্ত কাঁথি, বিজেপি কর্মীদের ওপর ‘হামলা’
পরিবারের তরফে খুনের অভিযোগ করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন পুলিশ কর্তারা। বিজেপির নেতারা জানাচ্ছেন এটা পরিকল্পিত খুন । চক্রান্তের হাত রয়েছে বলে অভিযোগ দিনহাটার বিধায়ক উদয়ন গুহর। তিনি বলেন, “সিআইডি তদন্ত হওয়া উচিত। সিআইডি তদন্ত করে দেখুক, কারা এর সঙ্গে যুক্ত রয়েছে।”

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post