নিউজ ডেস্ক : ভোট কর্মীদের খাবার পৌঁছে দিয়ে ফেরার পথে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। আচমকা দাউ দাউ করে জ্বলতে ওঠে টাটা ম্যাজিক গাড়ি। নিমেষেই পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে আসানসোলের বান্দোয়ানের গুড়ুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সাগা সুপুরুডি গ্রামের একটি ফাঁকা জায়গায়। রাস্তার ওপর রহস্যজনক এই ঘটনায় স্থানীয়দের অনুমান, এই ঘটনার পেছনে কারো হাত রয়েছে। চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোট আবহে এই ঘটনার জেরে সন্দেহ দানা বেঁধেছে স্থানীয়দের মধ্যে।
Discussion about this post