শ্রীনগর: ফের গুলির লড়াই ভূস্বর্গে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় শুক্রবার ভোর থেকে চলছে এনকাউন্টার। পুলওয়ামার কাকপোরায় সেই সেনা-জঙ্গির সংঘর্ষে এখনও পর্যন্ত এক জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আরও দুই জঙ্গিকে আয়ত্তে এনে ফেলেছে সেনা।
সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ যৌথভাবে সেই অভিযান চালাচ্ছে। জানা হিয়েছে, জঙ্গিরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আর তারপরই শুরু হয় লড়াই। তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী। সেই সময়ই এই ঘচনা ঘটে। ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর মিলেছিল আগেই।
আরও পড়ুন: ছুটির দিনেও চলবে টিকাকরণ, করোনা রুখতে ব্যাপক তৎপর কেন্দ্র
বৃহস্পতিবারই কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত হন এক পুলিশ অফিসার। সেই ঘটনায় লস্কর-ই-তইবার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ‘মহাজোট নয়, মহাঝুট’, ‘খেলা হবে’ ছেড়ে এ বার লাল কার্ড ধরলেন নমো
দিন দুয়েক আগে কাশ্মীরের সোপরে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল এক কাউন্সিলর ও এক পুলিশকর্মীর। ওই কাউন্সিলর বিজেপি’র ছিলেন বলে জানা গিয়েছে। পৌরসভার একটি বৈঠক চলাকালীন এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রেয়াজ আহমেদ নামের এক কাউন্সিলরের। গুরুতর জখম হন আরও এক কাউন্সিলর।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post