প্রতীকী চিত্র।
নয়া দিল্লি: ২০২০ জুড়ে করোনা অতিমারী (Pandemic) দাপট চালানোর পর ২০২১-এ আশার আলো দেখিয়েছিল ভ্যাকসিন (Vaccine)। টিকাকরণ প্রক্রিয়াও শুরু হয়েছে দেশ জুড়ে। তবে তাতেও উদ্বেগ কমছে না। ভ্যাকসিন নিয়েও আক্রান্ত হচ্ছেন অনেকেই। এ বার তেমনই ঘটনার কথা সামনে আনলেন আরও এক চিকিৎসক। তবে ভ্যাকসিন নেওয়ায় যে কিছুটা উপকার হয়েছে, সে কথাও উল্লেখ করলেন তিনি।
টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন ড. অরবিন্দর সিং সোয়েন। দেশ জুড়ে লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন প্রত্যেক দিন। কিন্তু, এই চিকিৎসকের ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রমী। কারণ, প্রথমত তিনি এর আগেও কোভিড আক্রান্ত হয়েছিলেন ৯ মাস আগে। টুইটে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। এছাড়া, মাস খানেক আগে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও নিয়ে ফেলেছেন। তা সত্ত্বেও করোনা আক্রান্ত হয়েছেন ড. সিং। তবে তাঁর মতে, ভ্যাকসিন যে কাজ করছে, তা বেশ বুঝতে পারছেন তিনি। কারণ, করোনা আক্রান্ত হওয়া সত্ত্বেও তাঁর তেমন কোনও উপসর্গ নেই। অনলাইনে রোগী দেখার কাজও করছেন তিনি।
Got COVID 9 months in the past, acquired the 2nd vaccine dose a month in the past. Now am COVID constructive once more!
Not unexpectedly, my signs are fairly gentle (vaccines work). Will proceed to see sufferers on-line. And unfold consciousness.
Stay secure. Stay dwelling.
— Dr. Arvinder Singh Soin (@ArvinderSoin) April 18, 2021
উল্লেখ্য, একই ঘটনা ঘটেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার সঙ্গেও। ৯ মাসের মধ্যে তিনিও দু’বার আক্রান্ত হয়েছে করোনায়। তাঁকে হাসপাতালে ভর্তিও করাতে হয়েছে। কিন্তু ইতিমধ্যেই তিনি ভ্যাকসিনের দুটি ডোজ নিয়ে ফেলেছেন। সুতরাং ভ্যাকসিন নিয়েও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না সবসময়।
আরও পড়ুন: করোনার কামড়, বাংলাদেশে একদিনে রেকর্ড মৃত্যু
আসলে করোনার মতো একটা নতুন ভাইরাসের মোকাবিলা করার ক্ষেত্রে ভ্যাকসিন কতটা কার্যকর হচ্ছে, নতুন স্ট্রেনগুলোকে আদৌ প্রতিরোধ করতে পারছে কিনা, তা এখনও গবেষণা সাপেক্ষ। এছাড়া, করোনা ভ্যাকসিন শরীরে প্রবেশ করার পর কার্যকর হতেও বেশ কিছুটা সময় লাগে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব জুড়ে যে সব ভ্যাকসিন দেওয়া হচ্ছে, সে গুলির কোনোটার ক্ষেত্রেই কার্যকারিতা ১০০ শতাংশ বলে উল্লেখ করা হচ্ছে না। অর্থাৎ, গবেষকরা মেনে নিচ্ছেন যে ভ্যাকসিন নিলেও সংক্রামিত হতেই পারেন। তবে অসুস্থ হওয়ার প্রবণতা কমবে তাঁদের ক্ষেত্রে। তাই ভ্যাকসিন নেওয়া জরুরি। এই চিকিৎসকের ক্ষেত্রেও সেরকমটাই হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি বারবার সতর্ক করা হয়েছে, যাতে ভ্যাকসিন নিলেও মুখে মাস্ক পরার মত বিধিগুলি মেনে চলা হয়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post