নিউজ ডেস্ক : করোনার হাত থেকে বাঁচতে বুধবার টিকা নিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়ার ফেসবুকে ছবি পোস্ট করেন সৃজিত। আর এরপরই একের পর এক প্রশ্নের মুখে পড়েন পরিচালক। কারণ তাঁর বয়স ৪৫ বছর হয়নি, তাও করোনার ভ্যাকসিন নিয়েছেন পরিচালক সৃজিত। এর পাশাপাশি প্রশ্ন উঠছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ভ্যাকসিন নিতে ইচ্ছুক কোনও ব্যক্তির বয়স সম্পর্কিত তথ্য যাচাই করছেন কীভাবে। এদিকে করোনা টিকা নেওয়ার পর পোস্টটি মুছে ফেলেন তিনি। পরে একটি পোস্টে জানান, ‘আমি জানতাম যে টিকার প্রথম ডোজ নেওয়ার বয়স সীমা ৪০-এ নামিয়ে আনা হয়েছে যদি হাই কোমরবিডিটি থাকে ( আমার উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে)। তাই আমি প্রথম ডোজ নিয়েছি, কিন্তু এখন জানতে পেরেছি যে, বয়সসীমা এখনও ৪৫-ই রয়েছে। আমার বয়স ৪৪, এবং ওই খবরটা ভুয়ো ছিল। এবার আমি তো আর নিজেকে আন-ভ্যাক্সিনেট করতে পারব না, তবে একটা কথা দিচ্ছি যে আমি দ্বিতীয় ডোজটি নেব না।’
Discussion about this post