নিউজ ডেস্ক : বিজেপি সাংসদ মণীশ শুক্লাকে প্রকাশ্যে গুলি করে খুন করায় ক্ষোভে ফেটে পড়েন অর্জুন সিং। এই ঘটনার জন্য শাসক দলকে ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং।
তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ছোট ভাইয়ের মতো ছিল মণীশ শুক্লা। সবসময় তাঁর সঙ্গে থাকতেন তিনি। এরপরই এই খুনের জন্য রাজ্যের পুলিশদের হুঁশিয়ারি দিয়ে অর্জুন সিং বলেছেন এই ঘটনার জন্য পুলিশকে ফল ভোগ করতে হবে। ঘটনার প্রতিবাদে আজ ব্যারাকপুর মহকুমায় ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে বিজেপি।
Discussion about this post