নিউজ ডেস্ক : জনতা কারফিউ ইস্যুতে রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’- এ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ৭৫ তম পর্বে ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে নরেন্দ্র মোদী একাধিক বার্তা দিয়ছেন ভ্যাকসিনেশন নিয়ে। তিনি বলেন, ‘জনতা কার্ফু বিশ্বের কাছে অনুপ্রেরণা।’ এদিন জনতা কারফিউকে সফল করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানান তিনি। করোনার ভ্যাকসিন প্রসঙ্গে তিনি বলেন, ‘কোভিড-১৯ ভ্যাকসিনের অপেক্ষায় ছিল সবাই। কিন্তু এখন ভারত করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় অন্য দেশগুলিকে কোভিড ১৯ ভ্যাকসিন সরবরাহ করছে।’ এর পাশাপাশি এই অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গে মধু চাষ নিয়ে প্রশংসা করেন।
Discussion about this post