রাজকুমার দাস: নতুন ভাবনায় নতুন কিছু করে দেখার তাগিদে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫ বছর উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে গরীব ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যে শিক্ষা বিস্তারে গড়ে তোলা হলো স্বামী প্রণবানন্দ শতবার্ষিকী স্কুল। ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সঙ্ঘের পাসে আই সিএ সি বোর্ড অনুমোদিত এই তিন তলা স্কুল ভবনে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের খুবই স্বল্প মূল্যে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে।
এর পাশাপাশি এখানে একটি আরোগ্য নিকেতনের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ স্বামী ত্যাগাত্মানন্দ মহারাজ। স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, স্বামী প্রণবানন্দ মহারাজ চেয়েছিলেন’ গরীব ও পিছিয়ে পড়া মানুষদের উন্নয়ন। সেই কথা মাথায় রেখেই কলকাতা থেকে বহুদূরে মফস্বল শহর ডায়মন্ড হারবারে দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে সাধারণ মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে সংঘের পক্ষ থেকে। সেখানে খুব সুনামের সঙ্গে চলছে একটি স্কুল। বর্তমানে তারই শাখা হিসেবে নতুন করে ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলা হলো। এখানে খুবই স্বল্প মূল্যে শিক্ষা দানের ব্যবস্থা করা হয়েছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post