নিউজ ডেস্ক : জটিল চিকিৎসার জন্য এখন থেকে মালদহবাসীকে আর হন্যে হয়ে ছোটাছুটি করতে হবে না। কারণ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল প্লাস্টিক সার্জারি ও নিউরো সার্জারির বর্হিঃবিভাগ পরিষেবা। চলতি মাস থেকেই এই পরিষেবা চালু করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দুটি বিভাগে অপাতত একজন করে চিকিৎসক নিয়োগ করা হয়েছে। মালদা মেডিকেল সুত্রে জানা গেছে, নতুন ট্রমাকেয়ার ভবনে চালু হবে দুটি বিভাগের জরুরি পরিষেবা ও নতুন আধুনিক অপারেশন থিয়েটার।
Read More: ৪৮০ কেজি গানপাউডার বাজেয়াপ্ত।
এ বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘এখন থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার ও মঙ্গলবার প্লাস্টিক সার্জারি এবং বুধবার ও বৃহস্পতিবার নিউরোসার্জারি চিকিৎসা করা হবে। আপাতত আউটডোর বিভাগে সপ্তাহে দুই দিন চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে।’ এই পরিষেবা চালু হওয়ায় মালদা সহ আশেপাশের জেলার মানুষ উপকৃত হবেন বলে আশা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post