
নিউজ ডেস্ক : অনন্যা পালের কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনায় হাজির শর্ট ফিল্ম ‘দ্য ক্রিসেন্ট মুন’। ছবিতে মুখ্য দুই চরিত্রে রয়েছেন রূপান্তরিতা নারী শ্রীঘটক মুহুরি এবং জয়দীপ দাশগুপ্ত।

সৌরভ ও শ্রীময়ী নামে দুই যুবক-যুবতীকে ঘিরে গল্পের মূল বিষয়বস্তু। একদিন বাসস্ট্যান্ডে দুজনের দেখা। এরপর ভালোলাগা ধীরে ধীরে ভালোবাসায় পরিনত হল। আর তাঁদের ভালোবাসার পরিনাম কী হল তা জানতে হলে অবশ্যই দেখতে হবে ছবিটি।

সিনেমাটোগ্রাফিতে রয়েছেন তনুময় চক্রবর্তী, কণ্ঠশিল্পী সাত্বিকা দাস, মেক আপ-এ অরুণ বারিক।
এক্সিকিউটিভ প্রোডিউউসার অরুণাভ বসু পেশায় একজন সাংবাদিক এবং দক্ষ উপস্থাপক। ক্লাটার বক্স পিকচার্স’-এর নিবেদনে তাঁর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘দ্য ক্রিসেন্ট মুন’-এর ট্রেলার।
প্রসঙ্গত, রূপান্তরিত নারী শ্রীঘটক মুহুরি প্রথম লিগাল ব্রাইড (Legal bride)। তিনি নৃত্যশিল্পী ও অভিনেত্রীর পাশাপাশি একজন স্বনামধন্য সমাজসেবী বটে। রয়েছে নিজস্ব একটি বিউটি স্যালঁ। শুধু তাই নয়, সেইসঙ্গে ত্রয়ী ফাউন্ডেশন’ নামে একটি সমাজসেবী সংগঠনও রয়েছে তাঁর। তিনি রামকমল মুখার্জির ‘সিজনস গ্রিটিংস’-এ কাজও করেছেন।
অন্যদিকে জয়দীপ দাশগুপ্ত এম বি এ পাশ করে একটি কোম্পানির মার্কেটিং ম্যানেজার পদে রয়েছেন। অভিনয় ছাড়া মডেলিংও করেন তিনি। ‘বউ কথা কও’ ধারাবাহিকে অভিনয় করেছেন জয়দীপ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post